Saturday, July 28, 2018

(আমার লেখা "অজ্ঞাতবাস" গল্পের একাংশ) "শৈশবের কল্পনা"
 আকাশের বুক চিরে যারা অনবরত উড়ে যায় ওরা কে, কোথায় ওদের ঠিকানা?
পাখী নয় গো পাখী ত অনবরত আকাশে উড়ে না, পাখী ত মাটিতে ফিরে আসে সেই পাখী হয়ে, কিন্তু সে ত শুভ্রবেশ থেকে স্বচ্ছবেশ ধারণ  করে লুটিয়ে পড়ে তপ্ত ধরিত্রীর বুকে আর নিমেষের মধ্যে নিজেকে চুর্ণ বিচুর্ণ করে ছড়িয়ে দিয়ে শান্ত করে দেয় সবকিছু,
ছোটোবেলা ভাবতাম শিমুল গাছের সব তুলো গুলো বাতাসে উড়ে চলে যায় আকাশে, আর মেঘ হয়ে উড়তে থাকে,
কতোবার যে শিমুলের তুলো কুড়িয়ে নিংড়ে দেখেছি কিন্তু কই, এক ফোটাও জল ত বের হয়নি,
অবশেষে অনেক মাথা খাটিয়ে বের করলাম, তুলো গুলো আকাশে ভাসতে ভাসতে রোদে ঘেমে যায় তাই বৃষ্টি হয়। (সেইদিন গুলোই ভালো ছিল, অবাস্তব কল্পনা, তবু ভালো লাগতো।)
                         "শুভম"

No comments:

Post a Comment