Saturday, July 28, 2018

"বানের জল"
প্লাবিত হয়েছে গ্রাম নগর প্রকৃতির রোষানোলে,
ভিত চিত্ত গৃহহারা বানভাসিদের পেটে ক্ষুদার আগুন জ্বলে।
দিনমজুর,কৃষকদের মাথায় পড়েছে বিষম বাজ,
আউশ ধান তলিয়ে গেছে সারাটা বছর সর্বনাশ।
রথীশের মেয়ের আড়াই বছর সাঁতার হয়নি শেখা,
মায়ের সাথে বসে আছে খাটে দুদিন ধরে মেয়েটা,
রাতের বেলায় ভাত খেয়েছিল মায়ের সাথে মেঝেতে বসে,
সকালবেলা মেঝে ত নেই তাই খাটেই বসে আছে।
রথীশ এসেছে আজ বিকেলবেলা হোজাই থেকে,
নৌকো ত নেই ঝাপ দিল জলে কিন্ত প্রকৃতি বাধ সাধে,
উৎকন্ঠা ভরা অশান্ত মন হাত পা চালায় প্রবল বেগে,
সে কি লড়াই তুমুল যুদ্ধ বানের জল আর চোখের জলে,
অবশেষে জয়ী পিতা প্রকৃতিকে হারিয়ে,
আর যাবেনা রথীশ বলছে মেয়েকে বুকে জড়িয়ে।
                       "শুভম"c

No comments:

Post a Comment