Saturday, July 28, 2018

"ব্যাতিক্রমী রাজা"
কতো রাজা এলেন গেলেন কতো যুগ হলো অতিক্রম,
এবারের রাজা প্রধান সেবক, এবারের রাজা ব্যাতিক্রম।
মুকুট পরেছেন সংস্কৃতির আর পোশাক তার সভ্যতার,
রাজার সভায় লক্ষ লোকের সমাবেশ, করছে সবাই জয়জয়কার ।
রাজা বসে মঞ্চে তবু খেয়াল আছে সবদিকে,
বর্ষার দিন ধসলো মাটি, সামিয়ানা পড়লো ভেঙ্গে।
সতর্ক রাজা করেছিলেন কিন্তু প্রজা আত্মহারা,
রাজার দেখা পাবে বলে সবাই পুরো দিশাহারা ।
আহত হয়েছে পঁচিশ জন উৎসাহ তবু কমেনি,
চিকিৎসালয়ে যেতে যেতে ভারতমাতার জয় দিতে ভুলেননি ।
সভা শেষে  ফিরছে সবাই নিজ নিজ আলয়ে,
আহতদের খোজ নিতে রাজাবাবু তখন চিকিৎসালয়ে।
ক্রটি যেনো না হয় কারো রাজা বলেন দাঁড়িয়ে,
খোজ নিলেন সবার তিনি মাথায় হাত বুলিয়ে।
অবাক সবাই করছে চর্চা আগে ত এমন হয়নি,
ভাঙ্গলো কতো সামিয়ানা কেউ ত খবর রাখেনি ।
নিন্দুকেরা যে যা বলুক আমায় বলুক রাজার চামচা,
এবারের রাজার জয়গানই আমার রোজনামচা।।
                            "শুভম"

No comments:

Post a Comment