Saturday, September 22, 2018

"ঠিকানা"
জীবনের সব পাওনা গুলো,
পাওয়া হয়নি এখনো।
বেচে থাকবো পণ করেছি,
পাওনা গুলো পাওয়া অবদি।
করিনা মৃত্যুকে ভয়,
হবই সফল নাই সংশয়।
গান আমি গাই প্রানভরে,
লিখি কবিতা খাতা ভরে।
কখনো বা কোনো পাতায়,
আমার গানে কবিতায়,
স্ব ইচ্ছায়,অনিচ্ছায়,
সুখেতে কিবা যাতনায়,
অজান্তে, অনায়াসে,
কলমে নাম তোমার আসে।
আমায় দেওয়া তোমার ভাষন,
অযথা করে আমায় শাসন।
বলতে তুমি ঠিকই প্রিয়া,
বড্ড বোকা আমার হিয়া।
আমি না হয় বোকা ছেলে,
তুমি পারতে চালাক হতে।
তুমিও সেই আমারই মতো,
নইলে কি বিরহ ভুগতে হতো?
তারপরও আমি বলছি,
সবকিছু ফিরে পাওয়ার চেষ্টা করছি।
তুমি মৌনতা ভাঙ্গো চলা বন্ধ করো না,
তোমার গন্তব্য আমার ঠিকানা।।
#শুভম

Monday, September 17, 2018

"অজাতশত্রু"
 সবাই বলছে থমকে গেছো চলা হয়েছে বন্ধ,
স্তব্ধ হয়েছেন প্রিয়জনেরা, তোমার অচল হৃদপিণ্ড।
আমি বলছি এতো আবার নতূন করে চলা,
এখন তোমার পথ প্রসস্থ সব সীমানাই খোলা।
তুমি সবার হৃদয় মাঝে থাকবে প্রিয় হয়ে,
শ্রদ্ধায় হবে মাথা নত তোমার নাম শুনে।
তোমার কবিতার তেজবাক্যে জাগবে নতূন জীবন।
তোমার রচনা কি করে হরন করবে তুচ্ছ মরন।
দিয়ে গেছ তুমি জীবন চলার অমূল্য উদাহরণ,
তোমার দিশায় চলবে এখন ভারতের যুবক গন।
তোমার জন্মবধি নেইকো শত্রু সবাই আপন জন,
অজাতশত্রু নাম দিয়েছে তোমার মতের বিরোধী গন।
#Subham 

Saturday, September 15, 2018

"রাষ্ট্রনেতা"
বীর বিক্রম,প্রতাপশালী সৌম্য কান্তিবর,
নির্ভিক চিত্তে নিশ্চয় যার অটল ওনড়।
জীবন ভর কতো সংগ্রাম তোমার লেখনীতে স্পষ্ট,
সাহিত্যতে দক্ষ তুমি বুঝতে সবার কষ্ট।
পোখরানে পরমাণু বলো কারগিলে মহারণ,
দিলে সফল পরীক্ষণ দিলে গৌরবের বিজয়।
বাগ্মী তুমি কবি খ্যাতিমান মহান রাষ্ট্রনেতা,
তোমারই জন্য শ্রেষ্টাসনে বিরাজিত ভারতমাতা।
তোমার সামনে সবাই নত হোক চীন বা আমেরিকা,
ছিল বড়ই সাধারন জীবন যাপন ছিল না কোনো বিলাসিতা।
তোমার বাণী ধ্রুবসত্য তা প্রমানিত সবার কাছে,
কাল যাহারা করেছিল বিদ্রুপ তাদের নিয়ে আজ সবাই হাসে।
তোমার কবিতার মাঝে খুজে পাই ভারতের ইতিহাস,
লিখেছ অনেক অজানা কথা লিখেছ অনায়াস।
ভারতমালা,মহাসড়ক,সর্বশিক্ষা অভিযান,
তোমার কর্মে অমর তুমি ওহে কীর্তিমান।
আজ শব্দ হারিয়ে গেছে হচ্ছে দুচোখ সিক্ত,
আজ দেশমাতৃকার কোল সত্যিকারের রিক্ত।।
                         "শুভম"
"বই"
কঁাপা কঁাপা হাতে লেখা হল শুরু,আমি একা আছেন একাধিক গুরু।
সময়ে সুযোগে লেখা কলম চলে না, কলম যদি চলে তাতে আগুন জ্বলে না।
কলমের দেখো তেজ আগুন ঝরিছে, কাগজের দেখো গুণ আগুন সহিছে।
সাগরের গর্জন কিবা কোনো মহারণে, অনায়াসে শান্ত কাগজের আবরণে।
মনে আছে হিরোসিমা নাগাসিকা, পলাশীর যুদ্ধ, বইয়ের মাঝে সব আছে শান্ত।
দেখোনি রবি ঠাকুর,নজরুল,সুকান্ত, বইয়ের প্রতিটি পাতায় আজও উনারা জীবিত।
সব জানা অজানা হবে সব জ্ঞান আহরণ, মন দিয়ে বিষয়ক বই করো অধ্যয়ন।।
        "শুভম"
"কাব্যলক্ষ্মী"
আজ গাইবো আমি গান, ভাঙ্গবে তোমার অভিমান।
দুরন্ত তুমি নির্বাক আমি, যতই দেখি ততই হই হতবাক।
আজ আকাশ জুড়ে মেঘ, ম্লান পুর্ণিমার চাঁদ,
তোমার চোখের জলে মুছে গেছে সকল অবসাদ।
অনায়াস মন শুনে অনুক্ষণ মেঘের গর্জন,
তোমা পানে চাই বুঝিতে না পাই কেনো করিতে পারি নাই তোমাকে অর্জন।
তুমি প্রেমিকা নয়, বিলাসিতা নয়, তুমি আমার কাব্যলক্ষ্মী,
চেষ্টা অনেক করেছি আমি অনেকেই আছে সাক্ষী।
গুনগুন করে গান গেয়ে করি আমি তোমার রচনা।
আসো তুমি আরো পরিনিত হয়ে এটাই আমার যাচনা।
কলমের কালি ফুরিয়ে না যাক হোকনা গান বন্ধ,
বড় ভিত আমি বড় জোরে হাকে আমার হৃদপিণ্ড।
স্থির নই আমি, আবার যদি ক্ষমতা দেয় হাতছানি,
আবার যদি তোমায় ভুলে চড়ি ক্ষমতার গাড়ি।
তাইতো বলছি তোমার কাছেই আমি আছি বড় সুখে,
তুমি এসো বার বার আমার কলমে আর কাগজে।
চাইনা আমার মিথ্যে ক্ষমতা, চাইনা বিপাক ঝক্কি,
আমি শুধু চাই তোমায় ওগো আমার কাব্যলক্ষ্মী।।
                           "শুভম"