Sunday, July 21, 2019

উনিশ যদি প্রাণ আমার একুশ অভিমান "
উনিশে এগারো, একুশে দুই বীর শহিদের চরন ছুই,
ভাষা শহিদের রক্তস্নাত ধন্য হয়েছে বরাকের ভুঁই।
চালিহার চাল ভেস্তে দিল কিশোর যুবক বৃদ্ধ শিশু,
প্রফুল্লের বুলেট বুকে নিয়ে অমর হলো জগন যীশু।
কি ছিল দাবি? শুধু এতটুকু আপন ভাষায় বাচিঁ বাড়ি,
অহংকারীর লাঠির ঘায়ে ভূলুণ্ঠিত হল নর নারী।
মাইজডিহি থেকে আবর্ত ভবন কেউ করেনি কোনো সর্বনাশ,
তবে কেন পি,ডাব্লিউ,ডি চত্বরে জগন,যীশুর পড়লো লাশ।
হসপিটালে আহতের খোজে দুলাদা হলেন নির্যাতিত,
বৃদ্ধ দেখেও দিলিনা রেহাই মারলি লাঠি মনের মতো।
পারলি না ছিনিয়ে নিতে মোদের ভাষা,মোদের অভিমান
প্রাণ দিয়ে ওরা রেখেই দিল বাংলা মায়ের মান অম্লান।
আবার যদি করিস চেষ্টা,তবে শুনে রাখ ওরে নচ্ছার,
লক্ষ লক্ষ জগন যীশু বরাকের বুকে হবে সোচ্চার।
উনিশ যদি প্রাণ আমার,একুশ অভিমান,
দৃঢ় কন্ঠে গাইছি,গাইবো বাংলার জয়গান।
#শুভম