Sunday, July 21, 2019

উনিশ যদি প্রাণ আমার একুশ অভিমান "
উনিশে এগারো, একুশে দুই বীর শহিদের চরন ছুই,
ভাষা শহিদের রক্তস্নাত ধন্য হয়েছে বরাকের ভুঁই।
চালিহার চাল ভেস্তে দিল কিশোর যুবক বৃদ্ধ শিশু,
প্রফুল্লের বুলেট বুকে নিয়ে অমর হলো জগন যীশু।
কি ছিল দাবি? শুধু এতটুকু আপন ভাষায় বাচিঁ বাড়ি,
অহংকারীর লাঠির ঘায়ে ভূলুণ্ঠিত হল নর নারী।
মাইজডিহি থেকে আবর্ত ভবন কেউ করেনি কোনো সর্বনাশ,
তবে কেন পি,ডাব্লিউ,ডি চত্বরে জগন,যীশুর পড়লো লাশ।
হসপিটালে আহতের খোজে দুলাদা হলেন নির্যাতিত,
বৃদ্ধ দেখেও দিলিনা রেহাই মারলি লাঠি মনের মতো।
পারলি না ছিনিয়ে নিতে মোদের ভাষা,মোদের অভিমান
প্রাণ দিয়ে ওরা রেখেই দিল বাংলা মায়ের মান অম্লান।
আবার যদি করিস চেষ্টা,তবে শুনে রাখ ওরে নচ্ছার,
লক্ষ লক্ষ জগন যীশু বরাকের বুকে হবে সোচ্চার।
উনিশ যদি প্রাণ আমার,একুশ অভিমান,
দৃঢ় কন্ঠে গাইছি,গাইবো বাংলার জয়গান।
#শুভম

Sunday, April 14, 2019

"রাজ্যাভিষেক"
কৌতুহলের মাঠ পেরিয়ে যখন আমি তোমার আঙ্গিনায়,
তুমি তখন তুলসী তলায় সন্ধ্যার অছিলায়।
আমি তখন স্থির,  দেখছি তোমায় মন্ত্রমুগ্ধের মতো,
যত কাছে তুমি প্রদীপ ততই আলোকিত।
তোমার শাড়ির আঁচলে বাধা দায়িত্বের চাবিকাঠি,
তুমি চন্দ্রের মত স্নিগ্ধ, পবিত্র তোমার আবাস কুঠি।
সন্ধ্যা প্রার্থনা, আমায় গান শোনাবার ভান,
সুরে সুরে বুঝতে পারি অনেক অভিমান।
সবশেষে তুমি এসে দাঁড়ালে হাতে প্রদীপখানি,
প্রদীপের তাপ ঠেকিয়ে মাথায় হাসলে অভিমানী।
ঘোর কাটিয়ে বারান্দাতে তোমার চোখের ইশারায়,
শান্ত মনে চোখ বুজলাম আরাম কেদারায়।
তুমি তখন আমার পাশে আমার হাতে হাত দিয়ে
বুঝিয়ে দিচ্ছ শরীরে নয় ভালোবাসা হৃদয়ে।
যাবার বেলায় বলে দিলে "মহারাজা আজ থেকে পুরোনো সব শেষ"
নতুন জীবনের শুরু হবে কাল তোমার রাজ্যাভিষেক।।
#শুভম

Thursday, January 24, 2019

অজানা আতংক, অমানিশা সব কাটিয়ে নতুন দিশা,
নাই বা পেলাম উচ্চাসন, যদি পাই ভালোবাসা।
আমার চলা নিয়ন্ত্রণ করবে শুধুই আমার মন,
নিয়ম যত মজ্জা হীন করবো সবই উলঙ্ঘন।
চলবে হাওয়া নিজের বেগে, নদি কার কথা শোনে,
আমি না হয় আত্মভোলা, বাকিরা কি বাধ্য ছেলে?
#শুভম