Monday, November 5, 2018

"বর্বর"
ভারতবাসী তোরাও তাই গুলি করিনা তোদের বুকে,
তোরা কিন্তূ চালাস গুলি অতর্কিতে মাঝরাতে।
অসম,অসম চেল্লাস তোরা নিয়ে বন্দুক ছোরা,
ইতিহাসে লেখা, এই আকাশে উড়তো বাংলার পতাকা।
বড়াই করিস কিসের তোরা কিবা তোদের আছে,
সুধাকন্ঠকে স্বীকৃতি দিল এই বাংলার লোকে।
আমাদের দেখে হলি সভ্য,ছিলিস ত বর্বর,
তোরাই এখন বলিস আমরা যাযাবর।
মাঝরাতে অসহায় যুবতীকে নগ্ন করে ছাড়িস,
ভাষার নামে আলফা হয়ে নিরীহদের মারিস।
টেক্কা দিবি আয় সামনে হোক প্রতিযোগিতা,
দেখবে বিশ্ব কার বেশি সমৃদ্ধ সংস্কৃতি,সভ্যতা।
আঘাত হানলে একঘরে হবি, হবে স্বপ্নভঙ্গ,
মনে রাখিস প্রতিবেশী তোদের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ।
#শুভম
"আরো রক্ত চাই"
কতো নিবি, বুক চিতিয়ে আছি দাঁড়িয়ে,
নিতে চাস, আরো বেশি করে নে।
দিবো রক্ত ছিটিয়ে, তোদের সম্মুখে রাজপথে,
কর উন্মাদ নৃত্য রক্ত পিচ্ছিল পথে।
তবে শুনে রাখ, রক্ত সবার আছে,
তোর হাতে শানিত অসি যদি আমার অঙ্গ কাটে,
আমার হাতের তীক্ষ্ণ ছুরি বিধবে তোর বুকে।
জাতীয়তাবাদের দোহাই দিস আমার লিপি নিয়ে,
কতো চাই নিরীহ প্রান, দেবো সম্মুখ সমরে।
এই ত সেদিন এগারোটি তাজা প্রান, যাদের রক্ত করেছিলি পান,
আজ আবার শংকর,মাধব,লাচিতের গৌরব করলি ম্লান।
বাঙ্গালী মোরা আসামী হয়েছি, কাঠগড়ার ভয় নাই,
বাঁচার লড়াই লড়বো মোদের আরো রক্ত চাই।।
#শুভম।