Saturday, July 28, 2018

(আমার লেখা "অজ্ঞাতবাস" গল্পের একাংশ) "শৈশবের কল্পনা"
 আকাশের বুক চিরে যারা অনবরত উড়ে যায় ওরা কে, কোথায় ওদের ঠিকানা?
পাখী নয় গো পাখী ত অনবরত আকাশে উড়ে না, পাখী ত মাটিতে ফিরে আসে সেই পাখী হয়ে, কিন্তু সে ত শুভ্রবেশ থেকে স্বচ্ছবেশ ধারণ  করে লুটিয়ে পড়ে তপ্ত ধরিত্রীর বুকে আর নিমেষের মধ্যে নিজেকে চুর্ণ বিচুর্ণ করে ছড়িয়ে দিয়ে শান্ত করে দেয় সবকিছু,
ছোটোবেলা ভাবতাম শিমুল গাছের সব তুলো গুলো বাতাসে উড়ে চলে যায় আকাশে, আর মেঘ হয়ে উড়তে থাকে,
কতোবার যে শিমুলের তুলো কুড়িয়ে নিংড়ে দেখেছি কিন্তু কই, এক ফোটাও জল ত বের হয়নি,
অবশেষে অনেক মাথা খাটিয়ে বের করলাম, তুলো গুলো আকাশে ভাসতে ভাসতে রোদে ঘেমে যায় তাই বৃষ্টি হয়। (সেইদিন গুলোই ভালো ছিল, অবাস্তব কল্পনা, তবু ভালো লাগতো।)
                         "শুভম"

"অবক্ষয়"
নিঝুম রাতের স্তব্ধতার মাঝে মোচড় দিয়ে ওঠে আমার সবজান্তা দেহ,
নিদ্রাহীন রাতে কপাট খুলে বেরিয়েছে আমার বেপরোয়া মন।
রোজদিনের মত আজও কালো শাড়ি পড়েছো অসংখ্য চুমকি লাগানো,
যতবার অহং জাগে ততবার আমি তোমার বিশালতা দেখে হই নিয়ন্ত্রিত।
হৃদয়ের দ্বারপাল কটাক্ষ করে আওয়াজ দেয়,
মুক্ত হও, পরিপুর্ণ হও, আবদ্ধতা জীবন নয়।
মাথার শয়তান মোচড় দেয়,আবার বশ করে নেয়,
টানাপোড়েনের মাঝে শুধুই আমার সময়ের অবক্ষয়।
                           "শুভম"

"ব্যাতিক্রমী রাজা"
কতো রাজা এলেন গেলেন কতো যুগ হলো অতিক্রম,
এবারের রাজা প্রধান সেবক, এবারের রাজা ব্যাতিক্রম।
মুকুট পরেছেন সংস্কৃতির আর পোশাক তার সভ্যতার,
রাজার সভায় লক্ষ লোকের সমাবেশ, করছে সবাই জয়জয়কার ।
রাজা বসে মঞ্চে তবু খেয়াল আছে সবদিকে,
বর্ষার দিন ধসলো মাটি, সামিয়ানা পড়লো ভেঙ্গে।
সতর্ক রাজা করেছিলেন কিন্তু প্রজা আত্মহারা,
রাজার দেখা পাবে বলে সবাই পুরো দিশাহারা ।
আহত হয়েছে পঁচিশ জন উৎসাহ তবু কমেনি,
চিকিৎসালয়ে যেতে যেতে ভারতমাতার জয় দিতে ভুলেননি ।
সভা শেষে  ফিরছে সবাই নিজ নিজ আলয়ে,
আহতদের খোজ নিতে রাজাবাবু তখন চিকিৎসালয়ে।
ক্রটি যেনো না হয় কারো রাজা বলেন দাঁড়িয়ে,
খোজ নিলেন সবার তিনি মাথায় হাত বুলিয়ে।
অবাক সবাই করছে চর্চা আগে ত এমন হয়নি,
ভাঙ্গলো কতো সামিয়ানা কেউ ত খবর রাখেনি ।
নিন্দুকেরা যে যা বলুক আমায় বলুক রাজার চামচা,
এবারের রাজার জয়গানই আমার রোজনামচা।।
                            "শুভম"

"আত্মশুদ্ধি"
পাওনা কখনো বায়না হয় না,
সবসময় বায়না হয় না পাওনা।
বায়না পাওনার ঘোরপেঁচে সমাজের কিছুই হয়না।
রৌদ্র প্রখর তপ্ত পথ তবুও চলছে জয়রথ,
রথের রজ্জু টানলেই আত্মশুদ্ধি হয়না।
যতই সাজো মহান তুমি হৃদয়ে যদি কালিমা থাকে,
চেহারার চমক দিয়ে জগৎ আলো করা যায় না।
যদি চাও সিংহাসন, করো তবে আত্মসংযম,
চুপিসারে ছল করে রাজা হওয়া যায় না।
                       "শুভম"

"আবার ভুল"
আবার ছোয়া লেগেছে নতুন করে,
নব জীবনের উচ্ছাস বাধভাঙ্গা বেপরোয়া ।
আমি সেই উৎসাহে আবার কিশোরমনা,
আবার সেই রাতজাগা চোখে স্বপ্ন রাশি রাশি।
গলির মোড়ে দাঁড়িয়ে অপেক্ষায় চাঁদ কে দেখে হাসি,
চোখের নিচে কালি আমার টেনশন নয় বেশ খুশি আছি।
আজ কিনেছি মাটির পুতুল রথের মেলায় শখ করে,
ছিলাম আনমনা বেশ ছিলাম বিপদ হলো পাশ ফিরে।
জানি আবার হবে শুরু একরাশ প্রতিশ্রুতি খেয়ালের অভিনয়,
সবজানি, জ্ঞানপাপী তবু আবার একবার ভুল করতে ইচ্ছে হয়।।
                             "শুভম"

"বানের জল"
প্লাবিত হয়েছে গ্রাম নগর প্রকৃতির রোষানোলে,
ভিত চিত্ত গৃহহারা বানভাসিদের পেটে ক্ষুদার আগুন জ্বলে।
দিনমজুর,কৃষকদের মাথায় পড়েছে বিষম বাজ,
আউশ ধান তলিয়ে গেছে সারাটা বছর সর্বনাশ।
রথীশের মেয়ের আড়াই বছর সাঁতার হয়নি শেখা,
মায়ের সাথে বসে আছে খাটে দুদিন ধরে মেয়েটা,
রাতের বেলায় ভাত খেয়েছিল মায়ের সাথে মেঝেতে বসে,
সকালবেলা মেঝে ত নেই তাই খাটেই বসে আছে।
রথীশ এসেছে আজ বিকেলবেলা হোজাই থেকে,
নৌকো ত নেই ঝাপ দিল জলে কিন্ত প্রকৃতি বাধ সাধে,
উৎকন্ঠা ভরা অশান্ত মন হাত পা চালায় প্রবল বেগে,
সে কি লড়াই তুমুল যুদ্ধ বানের জল আর চোখের জলে,
অবশেষে জয়ী পিতা প্রকৃতিকে হারিয়ে,
আর যাবেনা রথীশ বলছে মেয়েকে বুকে জড়িয়ে।
                       "শুভম"c

Sunday, July 1, 2018

Subham chakraborty:                        "বীর"বীর কাহারে কয়?সেই কি...

Subham chakraborty:                        "বীর"
বীর কাহারে কয়?
সেই কি...
:                        "বীর" বীর কাহারে কয়? সেই কি বীর যে সাম্রাজ্য করিয়াছে জয়? বীর তাহারে কয়, শতশত নরনারীর যে হৃদয় করিয়াছে জ...
"লালসা"
টিনের জগতে পা রেখেছে মেয়েটা, বারো পেরিয়ে তেরো হলো এবার,
পাড়ার মোড়ে বখাটে ছেলেদের আড্ডা, তাইতো ভয় বাবার।
আজকের নয় কথা গুলো কয়েক বছর আগের,
এখন ভয়ে বুক কাঁপে শিশু কন্যার বাপের।
মেয়ে দেখলেই লালসা জাগে শিশু হোক বা বুড়ি,
লালসা মিটিয়েও ক্ষান্ত নয়, তারপরেও গলায় বসায় ছুরি।
                             "শুভম"