Thursday, June 28, 2018

                       "বীর"
বীর কাহারে কয়?
সেই কি বীর যে সাম্রাজ্য করিয়াছে জয়?
বীর তাহারে কয়,
শত সহস্র নরনারীর যে হৃদয় করিয়াছে জয়।
বীর সে নয়,
লুণ্ঠন, ধর্ষণ, অত্যাচারে লিপ্ত যে হয়।
বীর সেই হয়,
অত্যাচারীকে বধ করিয়া যে নারীকে করিয়াছে নির্ভয়।
বীর সবাই নয়,
অত্যাচারে অতিষ্ট সমাজেই তার জন্ম হয়।
বীর বড়ই দয়ালু হয়,
বীর কোনো দেবদুত নয়, সাধারণ জন হয়।
দুধর্ষ কোনো লড়াকু বীর নয়,
রাষ্ট্র ভক্তি অটুট যাহার সেই ত বীর হয়।
পরাধীন ভুমি একা তলোয়ার তুলি,গড়িয়া সৈন্যদল
মহারণে তেজিয়ান, কৌশলে যার করায়ত্ত বিজয়।
ধর্মানুরাগী, ন্যায়বৎসল, কীর্তি যাহার অক্ষয়,
হিন্দু হৃদয় সম্রাট বীর শিবাজীর জয়।।
                       "শুভম"

No comments:

Post a Comment