Wednesday, June 27, 2018

                            "কালাচাঁদ"
 শৈশবেতে মায়ের কোলে তোমার ছোয়া পেয়েছিলাম,
তোমার অঙ্গে আলোর জোয়াড় অবাক হয়ে দেখেছিলাম।
শুনেছিলাম কালাচাঁদের অধরে শোভে মোহনবাশী,
তোমার পানে তাকিয়ে দেখি বাঁশীর বদলে মধুর হাসি।
আমার কালাচাঁদের রুপ অপরূপ গলায় শোভে বৈজয়ন্তী মালা,
তোমার রুপের সেই গরিমা কন্ঠে তোমার তুলসী মালা।
রোগ ব্যাধি যায় সেরে তোমার কৃপা আশিষে,
সব দুখ হয় যে নাশ অমৃতসম মহাপ্রসাদে।
পথ হারিয়ে হাটছিলাম ক্লান্ত দেহে আমি,
আলোর ধারা উঠলো ফুটে পথ খুজে পেলাম শুনে তোমার বানী।
আমার মতো কতো দিশাহারা পেয়েছে তোমার আশিষধারা,
প্রভু তোমার চরনতলে থাকবো আমি ধুলি হয়ে,
আমার হৃদয়ে মাঝে থাকবে প্রভু এই আবদার প্রতি জনমে।
                            "শুভম"

No comments:

Post a Comment