Thursday, June 28, 2018

                      "অবহেলিত"
জীর্ণ শীর্ণ কায়া উষ্কখুষ্ক চুল,
বসিয়া আছো নিরবে তুমি যেন নাহি কোনো কুল।
কি অপরাধ, কেনো দুর্দশা, এ কি ভাগ্যের পরিহাস,
দরিদ্রতা, অসুস্থতা, আজিবনের বনবাস।
কর্মফল নয়, আমি জানি এ সমাজের দেওয়া ক্ষত,
তুমি শিক্ষা থেকে শতকোষ দূরে বাবুদের বাগানে কর্মরত।
দলিত দলিত বলে চিৎকার দেশজুড়ে আন্দোলন,
মুখোশধারী সমাজবাদীদের লোকদেখানো আস্ফালন।
কেউ শোনে না তোমার কান্না, কেউ দেয় না দাম,
সমাজবাদীরা বুজরুক সব, মিথ্যে সব জয়গান।
চোখের কোনের জল তোমার সঞ্চিত ব্রহ্ম কমন্ডুলে,
বুকের আগুন জ্বলছে রুদ্র ত্রিনয়নে।
সেই দিনের অপেক্ষায় নয় আমি তবু মনে আমার বিশ্বাস,
চোখের জলের অভিশাপে সব হবে ছারখার।
সেদিন কোথায় যাবে সমাজবাদী যেদিন হিসেব নিকেশ হবে,
যেদিন রুদ্র তাকাবেন আবার ত্রিনয়ন মেলে।।
                          "শুভম"

No comments:

Post a Comment