Thursday, June 28, 2018

               "কলমওয়ালা রাজকুমার"
সামনের দিকে একটু ঝুকে হাত দুটি পেছনে রেখে,
ধুসর রঙের জোব্বা গায়ে সপ্রতিভ চোখ মেলে দেখছেন কি আমার পানে!
মুখ ডাকা দাড়ি গোফে, দীর্ঘদেহী দাঁড়িয়ে আছেন হলঘরের ফোটোফ্রেমে,
কেউ বলে রবি ঠাকুর কেউ বলে গুরুদেব, মা বলেন জোড়াসাকোর কলমওয়ালা রাজকুমার,
তুমি নোবেল জয়ী বিশ্বকবি,তুমি ভারতবাসীর অহংকার।
তোমার রচনা তোমার কবিতা,গল্প,গান আর উপন্যাস, তোমার কলমের তীক্ষ্ণ ধার যেনো বিপ্লবীদের তলোয়ার।
তোমাকে জানার অনেক বাকি জানলে হব ডিগ্রিধারী।
কবিতা নয় জন্মদিনে হে মহামানব তোমায় আমার শ্রদ্ধাঞ্জলি।
                             "শুভম"

No comments:

Post a Comment