Thursday, June 28, 2018

                         "রোমন্থন"
ঘোর কেটে গেছে তবুও ভোর আসেনি জিবনে,
তুমি রয়েছো সাথে তবু দিশাহারা প্রেম প্লাবনে।
প্রিন্সেপ ঘাটে নৌকার দুলুনিতে বলেছিলে কিছু কথা খাটি,
পায়ে ব্যাথা টনটন, তবুও মানেনা মন হাত ধরে আরো দুপা হাটি।
পার্ক স্ট্রীট এ বিরিয়ানি, শ্যামবাজারের কষা মাংস,
ব্যায়ন্ডের রুফটপে রাত্রির কলকাতা হয়েছিলাম দুজনেই দেখে মুগ্ধ।
মানিস্কয়ার নয় সিটি সেন্টার নয় ফেভারিট এক্রোপলিস,
সবশেষে পেটপুরে ভজহরি মান্নার দুর্দান্ত সেদ্ধ ইলিশ।
আজই আবার পড়ছে মনে, গতবছর আজকেরই দিনে,
বৃষ্টি ভিজে হাত আমার আঁকড়ে ধরে প্রতিশ্রুতি দিয়েছিলে।
আজ এসব স্বপ্নমাত্র, তোমার স্মৃতিই সম্বল,
তাই মাঝেমাঝে বৃষ্টি পড়লেই করি স্মৃতি রোমন্থন।
                            "শুভম"

No comments:

Post a Comment