Thursday, June 28, 2018

                   "বলিদান"
বঙ্গভুমি ভারতভূমি আছে আজো একসাথে,
অসমবাসী লিপি পেলো কোন বিধাতার আশীর্বাদে।
প্রয়াস কার ছিল, কে করেছিল সংগ্রাম,
কিসের জন্য বিশ্বজুড়ে আজ ভারতের জয়গান।
তিনশ সত্তর হঠাও বলে আজ সবাই দিচ্ছে নারা,
ষাট বছর রাখলাম পুষে দেশের ক্ষতি করলো যারা।
প্রথম বিরোধ কার ছিল কাশ্মীর নিতি নিয়ে,
কতজন জানে কে সে ছিল ভারত মায়ের ছেলে।
সেদিন যদি পুরো দেশবাসী করে দিত বিদ্রোহ,
তবে এতদিন সহস্র মায়ের কোল খালি না হতো।
সেদিন কিন্তু ভারত কেশরী বীরপুরুষের মতো,
একা লড়াই করেছিলেন করেননি মাথা নত।
বাংলার বাঘের পুত্র তিনি প্রতিজ্ঞায় অটল,
ক্ষমতালোভীরা নির্মমভাবে তাকে করেছিল কোতল।
লক্ষ লক্ষ দেশবাসী করেছিল চোখের জলে বিদায়,
শুনেছি নাকি সেদিনের কথা আজো অটলজি কে কাঁদায়।
বিদায় বেলায় ভারত কেশরী গিয়েছিলেন যে অগ্নিশিখা জ্বালিয়ে,
আজ সেই শিখা সবচেয়ে দীপ্ত বিশ্বের দরবারে।
শক্ত হাতে ধরেছেন নরেন্দ্র উনার জ্বালানো শিখা,
স্বপ্নগুলো সত্য হবেই, বলিদান যাবেনা বৃথা।
আপনি আমাদের অহংকার আমাদের অভিমান,
বিশ্ববাসী রাখবে মনে আপনার মহৎ বলিদান।
                            "শুভম"

No comments:

Post a Comment