Sunday, July 21, 2019

উনিশ যদি প্রাণ আমার একুশ অভিমান "
উনিশে এগারো, একুশে দুই বীর শহিদের চরন ছুই,
ভাষা শহিদের রক্তস্নাত ধন্য হয়েছে বরাকের ভুঁই।
চালিহার চাল ভেস্তে দিল কিশোর যুবক বৃদ্ধ শিশু,
প্রফুল্লের বুলেট বুকে নিয়ে অমর হলো জগন যীশু।
কি ছিল দাবি? শুধু এতটুকু আপন ভাষায় বাচিঁ বাড়ি,
অহংকারীর লাঠির ঘায়ে ভূলুণ্ঠিত হল নর নারী।
মাইজডিহি থেকে আবর্ত ভবন কেউ করেনি কোনো সর্বনাশ,
তবে কেন পি,ডাব্লিউ,ডি চত্বরে জগন,যীশুর পড়লো লাশ।
হসপিটালে আহতের খোজে দুলাদা হলেন নির্যাতিত,
বৃদ্ধ দেখেও দিলিনা রেহাই মারলি লাঠি মনের মতো।
পারলি না ছিনিয়ে নিতে মোদের ভাষা,মোদের অভিমান
প্রাণ দিয়ে ওরা রেখেই দিল বাংলা মায়ের মান অম্লান।
আবার যদি করিস চেষ্টা,তবে শুনে রাখ ওরে নচ্ছার,
লক্ষ লক্ষ জগন যীশু বরাকের বুকে হবে সোচ্চার।
উনিশ যদি প্রাণ আমার,একুশ অভিমান,
দৃঢ় কন্ঠে গাইছি,গাইবো বাংলার জয়গান।
#শুভম

Sunday, April 14, 2019

"রাজ্যাভিষেক"
কৌতুহলের মাঠ পেরিয়ে যখন আমি তোমার আঙ্গিনায়,
তুমি তখন তুলসী তলায় সন্ধ্যার অছিলায়।
আমি তখন স্থির,  দেখছি তোমায় মন্ত্রমুগ্ধের মতো,
যত কাছে তুমি প্রদীপ ততই আলোকিত।
তোমার শাড়ির আঁচলে বাধা দায়িত্বের চাবিকাঠি,
তুমি চন্দ্রের মত স্নিগ্ধ, পবিত্র তোমার আবাস কুঠি।
সন্ধ্যা প্রার্থনা, আমায় গান শোনাবার ভান,
সুরে সুরে বুঝতে পারি অনেক অভিমান।
সবশেষে তুমি এসে দাঁড়ালে হাতে প্রদীপখানি,
প্রদীপের তাপ ঠেকিয়ে মাথায় হাসলে অভিমানী।
ঘোর কাটিয়ে বারান্দাতে তোমার চোখের ইশারায়,
শান্ত মনে চোখ বুজলাম আরাম কেদারায়।
তুমি তখন আমার পাশে আমার হাতে হাত দিয়ে
বুঝিয়ে দিচ্ছ শরীরে নয় ভালোবাসা হৃদয়ে।
যাবার বেলায় বলে দিলে "মহারাজা আজ থেকে পুরোনো সব শেষ"
নতুন জীবনের শুরু হবে কাল তোমার রাজ্যাভিষেক।।
#শুভম

Thursday, January 24, 2019

অজানা আতংক, অমানিশা সব কাটিয়ে নতুন দিশা,
নাই বা পেলাম উচ্চাসন, যদি পাই ভালোবাসা।
আমার চলা নিয়ন্ত্রণ করবে শুধুই আমার মন,
নিয়ম যত মজ্জা হীন করবো সবই উলঙ্ঘন।
চলবে হাওয়া নিজের বেগে, নদি কার কথা শোনে,
আমি না হয় আত্মভোলা, বাকিরা কি বাধ্য ছেলে?
#শুভম

Thursday, December 27, 2018

আলো যখন আত্মহারা, ছাড়ায় আকাশের সীমানা,
 তাকেই তখন সকাল বলে, শুরু হয় দিন চলা।
যখন তোমার ক্ষিপ্ত গতি,তখনই যৌবন বেলা,
দিনের শেষে ঘুমিয়ে গেলে তাকে মৃত্যু বলে না।
রাতের বেলায় চাঁদ হাসে,সে হাসি সূর্যের দেওয়া,
চন্দ্রমার চমক দেখে সুর্যকে তো কেউ ভোলে না।
#শুভম

Friday, December 7, 2018

#নতূনপৃথিবী
অনেকদিনের খোজা আজ হয়তো শেষ,
সেই দুরন্ত যুবকটা যার মনে ভয়ের ছিলোনা লেশ,
সবকিছুতেই বেপরোয়া, অনেকের ভরষা,
সব্বাই বলতো একদিন খুব বড় হবে ছেলেটা।
হঠাৎ একদিন নপুংসক দের ভিড়ে হারিয়ে গেলো,
তারপর অনেক ধূলিমাখা পথ, তেপান্তরের মাঠ, সমুদ্রেতট, গভীর অরন্যে খুজেছি,
কোথাও নেই, ঠোঁটে রঙ আর  কাজল মেখে নপুংসক দের ভিড়ের মাঝেও খুজে দেখেছি।
এদিকে অনেক ঝড়ের পর সব্যসাচী দের নিয়ম পাল্টে গেছে,
কিছু ডান, আর কিছু বাম, প্রযুক্তি উন্নত মন আরো নীচে।
রোজ রাতে বস্ত্রহীন দের গোঙ্গানি, জনপ্লাবনের আভাস,
অনেক চিন্তা নিয়ে ঘুমোতে যাওয়া, ঘুম না আসার পূর্বাভাস।
আজ অংগীকার ভেংগে আয়নার সাথে কথা বলার প্রয়াস,
তখন ঠিক আমার সামনে তার আত্মপ্রকাশ।
আমি জানতাম ওকে একদিন খুজে পাবো আবার চেষ্টা করে দেখবো,
নপুংসকরা বদলাবে না আমি ওকে নিয়ে নতূন পৃথিবী গড়বো।।
#শুভম

Tuesday, December 4, 2018

"এ আলো আমার চাই না"
রাজগৃহে ঘিয়ের বাতি, উজ্জ্বল প্রতিটি কক্ষ,
তবুও রাজার মন ভরে না, মেজাজ বড়ই রুক্ষ।
শয়ন কক্ষের দখিন দিশার কপাট খানি খুলে,
বিনিদ্র রজনী দাড়ায়ে আছেন রাজা উদাসমনে।
দেখিছে রাজা, কাঠুরির ঘরে অপূর্ব আলো জ্বলে,
বিচলিত রাজা ঘোড়ায় চাপিয়া কাঠুরির ঘরে চলে।
দেখিলেন গিয়া সেথায় ঠাই পেতেছে জোনাকিরা দলে দলে,
কুড়ে ঘরে প্রকৃতির আলো, টিম টিম করে জ্বলে।
পেয়াদা ডাকিয়া বলিলেন রাজা স্বচ্ছ পাত্রে করো বন্দি,
রাজপ্রাসাদ ছাড়িয়া কুড়েঘরের সাথে কেনো করিবে সন্ধি।
তখনই হঠাৎ নিদ্রা ত্যাগিয়া কাঠুরির সপ্তাদশী কন্যা,
তাকিয়া দেখিল ভয়াতুর পিতা,মনে মনে শুনিল জোনাকির কান্না।
সামনে আসিয়া নির্ভিক চিত্তে করিল রাজাকে প্রনাম,
হাসিয়া বলিল বালিকা রাজারে অযথা কেনো হয়রান,
জোনাকিরা সবাই যাইবে রাজগৃহে থাকিবে বড়ই ভালো,
তবে সেথায় যদি না জ্বলে কোনোদিন ঘিয়ের আলো।
ঘিয়ের বাতি চোখ ঝলসায় তাইতো কুটিরে আসে,
স্বচ্ছ পাত্রে বন্দি করিলে অতি অল্পক্ষণই বঁাচে।
রাজা বলিলেন তবে যদি আমি প্রতিটি প্রজার ঘরে,
ঘিয়ের বাতি জ্বালাইয়া দেই প্রতিটি রাত্রিতে,
তবে কি জোনাকি বাসা বাধিবে রাজমহলের প্রতি গৃহে,
কাঠুরির কন্যা বলিল রাজন, তবে হবে অর্থের অপচয়।
বলিলেন রাজন, বড়ই মন্দা, পূরন হয় না রানীর বায়না,
জোনাকিরা সব এখানেই থাক, এ আলো আমার চাই না।।
#শুভম

Monday, November 5, 2018

"বর্বর"
ভারতবাসী তোরাও তাই গুলি করিনা তোদের বুকে,
তোরা কিন্তূ চালাস গুলি অতর্কিতে মাঝরাতে।
অসম,অসম চেল্লাস তোরা নিয়ে বন্দুক ছোরা,
ইতিহাসে লেখা, এই আকাশে উড়তো বাংলার পতাকা।
বড়াই করিস কিসের তোরা কিবা তোদের আছে,
সুধাকন্ঠকে স্বীকৃতি দিল এই বাংলার লোকে।
আমাদের দেখে হলি সভ্য,ছিলিস ত বর্বর,
তোরাই এখন বলিস আমরা যাযাবর।
মাঝরাতে অসহায় যুবতীকে নগ্ন করে ছাড়িস,
ভাষার নামে আলফা হয়ে নিরীহদের মারিস।
টেক্কা দিবি আয় সামনে হোক প্রতিযোগিতা,
দেখবে বিশ্ব কার বেশি সমৃদ্ধ সংস্কৃতি,সভ্যতা।
আঘাত হানলে একঘরে হবি, হবে স্বপ্নভঙ্গ,
মনে রাখিস প্রতিবেশী তোদের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ।
#শুভম