Tuesday, December 4, 2018

"এ আলো আমার চাই না"
রাজগৃহে ঘিয়ের বাতি, উজ্জ্বল প্রতিটি কক্ষ,
তবুও রাজার মন ভরে না, মেজাজ বড়ই রুক্ষ।
শয়ন কক্ষের দখিন দিশার কপাট খানি খুলে,
বিনিদ্র রজনী দাড়ায়ে আছেন রাজা উদাসমনে।
দেখিছে রাজা, কাঠুরির ঘরে অপূর্ব আলো জ্বলে,
বিচলিত রাজা ঘোড়ায় চাপিয়া কাঠুরির ঘরে চলে।
দেখিলেন গিয়া সেথায় ঠাই পেতেছে জোনাকিরা দলে দলে,
কুড়ে ঘরে প্রকৃতির আলো, টিম টিম করে জ্বলে।
পেয়াদা ডাকিয়া বলিলেন রাজা স্বচ্ছ পাত্রে করো বন্দি,
রাজপ্রাসাদ ছাড়িয়া কুড়েঘরের সাথে কেনো করিবে সন্ধি।
তখনই হঠাৎ নিদ্রা ত্যাগিয়া কাঠুরির সপ্তাদশী কন্যা,
তাকিয়া দেখিল ভয়াতুর পিতা,মনে মনে শুনিল জোনাকির কান্না।
সামনে আসিয়া নির্ভিক চিত্তে করিল রাজাকে প্রনাম,
হাসিয়া বলিল বালিকা রাজারে অযথা কেনো হয়রান,
জোনাকিরা সবাই যাইবে রাজগৃহে থাকিবে বড়ই ভালো,
তবে সেথায় যদি না জ্বলে কোনোদিন ঘিয়ের আলো।
ঘিয়ের বাতি চোখ ঝলসায় তাইতো কুটিরে আসে,
স্বচ্ছ পাত্রে বন্দি করিলে অতি অল্পক্ষণই বঁাচে।
রাজা বলিলেন তবে যদি আমি প্রতিটি প্রজার ঘরে,
ঘিয়ের বাতি জ্বালাইয়া দেই প্রতিটি রাত্রিতে,
তবে কি জোনাকি বাসা বাধিবে রাজমহলের প্রতি গৃহে,
কাঠুরির কন্যা বলিল রাজন, তবে হবে অর্থের অপচয়।
বলিলেন রাজন, বড়ই মন্দা, পূরন হয় না রানীর বায়না,
জোনাকিরা সব এখানেই থাক, এ আলো আমার চাই না।।
#শুভম

No comments:

Post a Comment