Friday, December 7, 2018

#নতূনপৃথিবী
অনেকদিনের খোজা আজ হয়তো শেষ,
সেই দুরন্ত যুবকটা যার মনে ভয়ের ছিলোনা লেশ,
সবকিছুতেই বেপরোয়া, অনেকের ভরষা,
সব্বাই বলতো একদিন খুব বড় হবে ছেলেটা।
হঠাৎ একদিন নপুংসক দের ভিড়ে হারিয়ে গেলো,
তারপর অনেক ধূলিমাখা পথ, তেপান্তরের মাঠ, সমুদ্রেতট, গভীর অরন্যে খুজেছি,
কোথাও নেই, ঠোঁটে রঙ আর  কাজল মেখে নপুংসক দের ভিড়ের মাঝেও খুজে দেখেছি।
এদিকে অনেক ঝড়ের পর সব্যসাচী দের নিয়ম পাল্টে গেছে,
কিছু ডান, আর কিছু বাম, প্রযুক্তি উন্নত মন আরো নীচে।
রোজ রাতে বস্ত্রহীন দের গোঙ্গানি, জনপ্লাবনের আভাস,
অনেক চিন্তা নিয়ে ঘুমোতে যাওয়া, ঘুম না আসার পূর্বাভাস।
আজ অংগীকার ভেংগে আয়নার সাথে কথা বলার প্রয়াস,
তখন ঠিক আমার সামনে তার আত্মপ্রকাশ।
আমি জানতাম ওকে একদিন খুজে পাবো আবার চেষ্টা করে দেখবো,
নপুংসকরা বদলাবে না আমি ওকে নিয়ে নতূন পৃথিবী গড়বো।।
#শুভম

No comments:

Post a Comment