Thursday, December 27, 2018

আলো যখন আত্মহারা, ছাড়ায় আকাশের সীমানা,
 তাকেই তখন সকাল বলে, শুরু হয় দিন চলা।
যখন তোমার ক্ষিপ্ত গতি,তখনই যৌবন বেলা,
দিনের শেষে ঘুমিয়ে গেলে তাকে মৃত্যু বলে না।
রাতের বেলায় চাঁদ হাসে,সে হাসি সূর্যের দেওয়া,
চন্দ্রমার চমক দেখে সুর্যকে তো কেউ ভোলে না।
#শুভম

No comments:

Post a Comment