Sunday, April 14, 2019

"রাজ্যাভিষেক"
কৌতুহলের মাঠ পেরিয়ে যখন আমি তোমার আঙ্গিনায়,
তুমি তখন তুলসী তলায় সন্ধ্যার অছিলায়।
আমি তখন স্থির,  দেখছি তোমায় মন্ত্রমুগ্ধের মতো,
যত কাছে তুমি প্রদীপ ততই আলোকিত।
তোমার শাড়ির আঁচলে বাধা দায়িত্বের চাবিকাঠি,
তুমি চন্দ্রের মত স্নিগ্ধ, পবিত্র তোমার আবাস কুঠি।
সন্ধ্যা প্রার্থনা, আমায় গান শোনাবার ভান,
সুরে সুরে বুঝতে পারি অনেক অভিমান।
সবশেষে তুমি এসে দাঁড়ালে হাতে প্রদীপখানি,
প্রদীপের তাপ ঠেকিয়ে মাথায় হাসলে অভিমানী।
ঘোর কাটিয়ে বারান্দাতে তোমার চোখের ইশারায়,
শান্ত মনে চোখ বুজলাম আরাম কেদারায়।
তুমি তখন আমার পাশে আমার হাতে হাত দিয়ে
বুঝিয়ে দিচ্ছ শরীরে নয় ভালোবাসা হৃদয়ে।
যাবার বেলায় বলে দিলে "মহারাজা আজ থেকে পুরোনো সব শেষ"
নতুন জীবনের শুরু হবে কাল তোমার রাজ্যাভিষেক।।
#শুভম

No comments:

Post a Comment