Thursday, June 28, 2018

                          "তফাৎ"
শতশত ঘিয়ের বাতি জ্বলছে দেখো মন্দিরে,
এদিকে মন্টু কাজে ছুটেছে নুন মেখে ভাত খেয়ে।
আট বছরে বাবা হারিয়ে মন্টু সারাদিন কাজ করে,
সকালবেলা ডাস্টবিনে মন্টু কুকুরের সাথে লড়াই করে,
দুপুরবেলা মন্টু অলিগলি ঘুরে বেড়ায়,
নালার ধারে জঞ্জালে প্লাস্টিকের বোতল কুড়ায়।
বিকেল হয়েছে তাই ত মন্টু কল থেকে জল খেলো,
কেউ বোঝে না মন্টুর খিদে পেলো না তেষ্টা পেলো।
কাঠ কুড়িয়ে বিকেল বেলা অবশেষে ঘরে ফেরা,
দুবছরের ছোট্ট বোন চোখ টলটল মাথা নেড়া।
রোজের মত ছোট্ট বোনটি ভাইকে দেখে ছুটে আসে,
জড়িয়ে ধরে দাদাকে ঘেমো গালে নাকটি ঘষে।
বোন কিন্তু কোনদিন করেনি কো বায়না,
দাদার কোলে ঘুরতে চায় চকলেট ওর চাইনা।
মন্টুর মা কাজ করে শহরের বড়লোকের বাড়ি,
সেখানে কিন্তু চকলেট না পেলে ভাই বোনের আড়ি।
ভালোবাসা নয় চাহিদা এখানে প্রেমের অভিনয়,
খুশির নামে এখানে শুধু অর্থের অপচয়।
পেটে জ্বালা নিয়েও স্মিত হাসি মন্টুদের মুখে,
তোমার আমার থেকেও নির্মল হৃদয় আছে ওদের বুকে।।
                          "শুভম"

No comments:

Post a Comment