Saturday, July 28, 2018

"আবার ভুল"
আবার ছোয়া লেগেছে নতুন করে,
নব জীবনের উচ্ছাস বাধভাঙ্গা বেপরোয়া ।
আমি সেই উৎসাহে আবার কিশোরমনা,
আবার সেই রাতজাগা চোখে স্বপ্ন রাশি রাশি।
গলির মোড়ে দাঁড়িয়ে অপেক্ষায় চাঁদ কে দেখে হাসি,
চোখের নিচে কালি আমার টেনশন নয় বেশ খুশি আছি।
আজ কিনেছি মাটির পুতুল রথের মেলায় শখ করে,
ছিলাম আনমনা বেশ ছিলাম বিপদ হলো পাশ ফিরে।
জানি আবার হবে শুরু একরাশ প্রতিশ্রুতি খেয়ালের অভিনয়,
সবজানি, জ্ঞানপাপী তবু আবার একবার ভুল করতে ইচ্ছে হয়।।
                             "শুভম"

No comments:

Post a Comment