Saturday, July 28, 2018

"অবক্ষয়"
নিঝুম রাতের স্তব্ধতার মাঝে মোচড় দিয়ে ওঠে আমার সবজান্তা দেহ,
নিদ্রাহীন রাতে কপাট খুলে বেরিয়েছে আমার বেপরোয়া মন।
রোজদিনের মত আজও কালো শাড়ি পড়েছো অসংখ্য চুমকি লাগানো,
যতবার অহং জাগে ততবার আমি তোমার বিশালতা দেখে হই নিয়ন্ত্রিত।
হৃদয়ের দ্বারপাল কটাক্ষ করে আওয়াজ দেয়,
মুক্ত হও, পরিপুর্ণ হও, আবদ্ধতা জীবন নয়।
মাথার শয়তান মোচড় দেয়,আবার বশ করে নেয়,
টানাপোড়েনের মাঝে শুধুই আমার সময়ের অবক্ষয়।
                           "শুভম"

No comments:

Post a Comment