Saturday, July 28, 2018

"আত্মশুদ্ধি"
পাওনা কখনো বায়না হয় না,
সবসময় বায়না হয় না পাওনা।
বায়না পাওনার ঘোরপেঁচে সমাজের কিছুই হয়না।
রৌদ্র প্রখর তপ্ত পথ তবুও চলছে জয়রথ,
রথের রজ্জু টানলেই আত্মশুদ্ধি হয়না।
যতই সাজো মহান তুমি হৃদয়ে যদি কালিমা থাকে,
চেহারার চমক দিয়ে জগৎ আলো করা যায় না।
যদি চাও সিংহাসন, করো তবে আত্মসংযম,
চুপিসারে ছল করে রাজা হওয়া যায় না।
                       "শুভম"

No comments:

Post a Comment