Monday, November 5, 2018

"আরো রক্ত চাই"
কতো নিবি, বুক চিতিয়ে আছি দাঁড়িয়ে,
নিতে চাস, আরো বেশি করে নে।
দিবো রক্ত ছিটিয়ে, তোদের সম্মুখে রাজপথে,
কর উন্মাদ নৃত্য রক্ত পিচ্ছিল পথে।
তবে শুনে রাখ, রক্ত সবার আছে,
তোর হাতে শানিত অসি যদি আমার অঙ্গ কাটে,
আমার হাতের তীক্ষ্ণ ছুরি বিধবে তোর বুকে।
জাতীয়তাবাদের দোহাই দিস আমার লিপি নিয়ে,
কতো চাই নিরীহ প্রান, দেবো সম্মুখ সমরে।
এই ত সেদিন এগারোটি তাজা প্রান, যাদের রক্ত করেছিলি পান,
আজ আবার শংকর,মাধব,লাচিতের গৌরব করলি ম্লান।
বাঙ্গালী মোরা আসামী হয়েছি, কাঠগড়ার ভয় নাই,
বাঁচার লড়াই লড়বো মোদের আরো রক্ত চাই।।
#শুভম।

No comments:

Post a Comment