Saturday, October 27, 2018

"বৃদ্ধাশ্রম অনেক ভালো"
চোখে কম দেখি আমি কানে কম শুনি,
শরীর দেয় না সঙ্গ হয়েছি যে বুড়ি।
অট্টালিকায় থাকি আমি চিলেকোঠার পাশে,
আমার সাথে পুষি আর ডগি টাও থাকে।
ষোলো দিন হলো আজ খোকা নেই বাড়ি,
আছি বড় সুখে আমি খেয়ে জল,বাতাসা,মুড়ি।
বৌমা থাকলে বার বার করতো বকাঝকা,
নিরুপায় হয়ে তাকিয়ে দেখতাম মোবাইলে ব্যাস্ত খোকা।
ছুটি পেয়েছে খোকা আমার তিনমাস পর,
বৌমার তাই শখ হয়েছে যাবে ঘুরতে শ্রীনগর।
যেমনি বলা তেমনি শুরু হয়ে গেলো পেকিং,
শুনলাম নাকি বৌমা আমার করবে গিয়ে ট্রেকিং।
যাবার বেলায় মুড়ি,বাতাসা দিয়ে গেছে টিন ভরে,
ডগির তো "পুরিনা প্রো" খেয়ে দিব্যি পেট ভরে।
পুষি সে তো আমারই সাথে মুড়ি খেয়েই চলে,
ঝা চকচকে ঘরের মাঝে মিছেই ইদুর খোজে।
দশদিন হলো আক্যুয়াগার্ডের জল হয়েছে খালি,
বড় উঁচু তে লাগানো ওটা কি করে জল ডালি।
হাজার লিটারের ড্রাম ছাদে জলে আছে ভরা,
বেসিনের কলের জল দিয়ে ভরে রেখেছি ঘড়া।
বয়স আমাকে নুইয়ে দিয়েছে হতে পারিনা সোজা,
জানালা দিয়ে দেখা যায়না বদলে যাওয়া পাড়া।
আজ ভাবছি বৌমার কথা মানলেই ভালো হতো,
আমার খোকার অট্টালিকার চেয়ে বৃদ্ধাশ্রম অনেক ভালো।
#শুভম

No comments:

Post a Comment