Monday, November 5, 2018

"আরো রক্ত চাই"
কতো নিবি, বুক চিতিয়ে আছি দাঁড়িয়ে,
নিতে চাস, আরো বেশি করে নে।
দিবো রক্ত ছিটিয়ে, তোদের সম্মুখে রাজপথে,
কর উন্মাদ নৃত্য রক্ত পিচ্ছিল পথে।
তবে শুনে রাখ, রক্ত সবার আছে,
তোর হাতে শানিত অসি যদি আমার অঙ্গ কাটে,
আমার হাতের তীক্ষ্ণ ছুরি বিধবে তোর বুকে।
জাতীয়তাবাদের দোহাই দিস আমার লিপি নিয়ে,
কতো চাই নিরীহ প্রান, দেবো সম্মুখ সমরে।
এই ত সেদিন এগারোটি তাজা প্রান, যাদের রক্ত করেছিলি পান,
আজ আবার শংকর,মাধব,লাচিতের গৌরব করলি ম্লান।
বাঙ্গালী মোরা আসামী হয়েছি, কাঠগড়ার ভয় নাই,
বাঁচার লড়াই লড়বো মোদের আরো রক্ত চাই।।
#শুভম।

Saturday, October 27, 2018

"বৃদ্ধাশ্রম অনেক ভালো"
চোখে কম দেখি আমি কানে কম শুনি,
শরীর দেয় না সঙ্গ হয়েছি যে বুড়ি।
অট্টালিকায় থাকি আমি চিলেকোঠার পাশে,
আমার সাথে পুষি আর ডগি টাও থাকে।
ষোলো দিন হলো আজ খোকা নেই বাড়ি,
আছি বড় সুখে আমি খেয়ে জল,বাতাসা,মুড়ি।
বৌমা থাকলে বার বার করতো বকাঝকা,
নিরুপায় হয়ে তাকিয়ে দেখতাম মোবাইলে ব্যাস্ত খোকা।
ছুটি পেয়েছে খোকা আমার তিনমাস পর,
বৌমার তাই শখ হয়েছে যাবে ঘুরতে শ্রীনগর।
যেমনি বলা তেমনি শুরু হয়ে গেলো পেকিং,
শুনলাম নাকি বৌমা আমার করবে গিয়ে ট্রেকিং।
যাবার বেলায় মুড়ি,বাতাসা দিয়ে গেছে টিন ভরে,
ডগির তো "পুরিনা প্রো" খেয়ে দিব্যি পেট ভরে।
পুষি সে তো আমারই সাথে মুড়ি খেয়েই চলে,
ঝা চকচকে ঘরের মাঝে মিছেই ইদুর খোজে।
দশদিন হলো আক্যুয়াগার্ডের জল হয়েছে খালি,
বড় উঁচু তে লাগানো ওটা কি করে জল ডালি।
হাজার লিটারের ড্রাম ছাদে জলে আছে ভরা,
বেসিনের কলের জল দিয়ে ভরে রেখেছি ঘড়া।
বয়স আমাকে নুইয়ে দিয়েছে হতে পারিনা সোজা,
জানালা দিয়ে দেখা যায়না বদলে যাওয়া পাড়া।
আজ ভাবছি বৌমার কথা মানলেই ভালো হতো,
আমার খোকার অট্টালিকার চেয়ে বৃদ্ধাশ্রম অনেক ভালো।
#শুভম

Thursday, October 18, 2018

#মাআসছেন
আমি মহা শূন্যের করি আরাধনা,
শূন্যতা কে জমাট করিয়া করি প্রতিমার রচনা।
আমি ষষ্ঠী তিথিতে বৃক্ষ, বারি, ফসলের পুজা করি,
প্রকৃতি ধারন করিয়াছে রূপ দশ প্রহরণ ধারিনী।
#শুভম
"পরাধীনতা"
সমৃদ্ধ সংস্কৃতি, প্রাচীন সভ্যতা, খন্ডিত সুবর্ণভূমি, জাত বিচারের নগ্নতা।
কুসংস্কার, কুপ্রথা, তবু বড় অভিমান, নির্ধনের চোখে জল,ধনবানের জয়গান।
মাথা খুটে মরে হেতা নির্বল, নিষ্পাপ, বলশালী, ব্যভিচারী করছে যে বাজীমাৎ।
ছিল বেদ,তবু ভেদ কেন তা কি কেউ জানেনা,
দেশাচারের অজ্ঞতা দিলো ন-শ বছরের পরাধীনতা।
#শুভম
রাত্রির আকাশে চন্দ্রমা,
চমক তোমার মুখে।
সজল চোখে শীতল ধারা,
শান্তি অঙ্গ জুড়ে।
#Subham
সিথিতে তোমার সিদুর, আমার শিরায় উপশিরায়,
তোমার জঠরে সৃষ্টি তাই লাল রক্ত আমার।

অশান্ত মনের নিবিড় কোনে তোমায় রাখি স্ব যতনে,
আমার চিন্তাশক্তি যেথায় লোপ, সেথায় হয় গো তোমার বোধ।
তুমি সবই বুঝতে পারো হৃদয়ের ডাক শুনতে পারো,
তবু তুমি নির্বাক হয়ে এমন শান্ত থাকতে পারো।
#শুভম